লাভার্স অফ ভালদারো

26143

কাল ভেসে যায় কালের স্রোতে
আমরা হাঁটে যায় অনন্ত পথে,
সে পথে দোঁহে বেঁধেছি একটি গান
ভালোবাসার সুর, লয়, রাগে
বছর হাজার ছয়েক আগে!

আমি লিখিতাম গান, সে দিত সুর
প্রকৃতির তালে লাগিত সুমধুর,
হাসি, কান্না, রাগ,অভিমান
সব মিলিয়ে বাঁধিতাম সে গান।

তাই গাহি আজও মহাকালের পথে পথে
তোমরা সে গান রেখোগো হৃদয়ে গেঁথে
আমরা জাগিবো তোমাদের সনে
যখন গাহিবে গান যুগল প্রেমের আলিঙ্গনে…

নাদেরা ফারনাছ সম্পর্কে

নাদেরা ফারনাছ শিমূল জন্ম ৯ ই অক্টোবর রাউজান জেলার ফতেনগর নোয়াজিষপুর গ্রামে। তিনি মরহুম দানবীর আবদুল অদুদ চৌঃ পুত্র মরহুম নজরুল ইসলাম চৌঃ( বাদল) ও মনোয়ারা বেগম দোভাষ (বুড়ী) এর দ্বিতীয় সন্তান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দর্শন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০১৩ সালে ডিপ্লোমা ইন কমপ্লায়েন্স এবং মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা ও ২০১৭ সালে এল, এল,বি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ১০০% রপ্তানি মুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত আছেন এছাড়াও তিনি বর্তমানে চট্টগ্রামে একটি "টয়বক্স" নামক ডে কেয়ার সেণ্টারের তত্ত্বাবধানে দায়িত্বে নিয়োজিত। অবসরে তিনি জনসেবা, ভ্রমণ ও সাহিত্য চর্চা করতে ভালোবাসেন ।

3 thoughts on “লাভার্স অফ ভালদারো

  1. সুন্দর কবিতা একরাশ শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভালো লাগার এক কবিতা। কবির জন্য শুভকামনা থাকলো।

মন্তব্য প্রধান বন্ধ আছে।