কাল ভেসে যায় কালের স্রোতে
আমরা হাঁটে যায় অনন্ত পথে,
সে পথে দোঁহে বেঁধেছি একটি গান
ভালোবাসার সুর, লয়, রাগে
বছর হাজার ছয়েক আগে!
আমি লিখিতাম গান, সে দিত সুর
প্রকৃতির তালে লাগিত সুমধুর,
হাসি, কান্না, রাগ,অভিমান
সব মিলিয়ে বাঁধিতাম সে গান।
তাই গাহি আজও মহাকালের পথে পথে
তোমরা সে গান রেখোগো হৃদয়ে গেঁথে
আমরা জাগিবো তোমাদের সনে
যখন গাহিবে গান যুগল প্রেমের আলিঙ্গনে…
সুন্দর কবিতা একরাশ শুভেচ্ছা প্রিয় কবি। শুভ সকাল।
ধন্যবাদ।
ভালো লাগার এক কবিতা। কবির জন্য শুভকামনা থাকলো।