আমি বুঝে গেছি

artyyu

শহর জুড়ে সুদর্শন যুবকদের ভির, ওরা বাহ্যিক লাবণ্য দিয়েই,
কেড়ে নেবে প্রতিটা তরুণীর ঘুম, মন, মগজ, সত্তা-দেহ।
আমি কুৎসিত, আমি পারবো না তার কিছু,
আমি পারবো না কারো ভিতরে এতটুকু প্রভাব ফেলতে কোনদিন।
অন্যকারো ভিতরে পঁচা মানসিকতা থাকলেও,
বাইরের সৌন্দর্যের আড়ালে ঢেকে রাখতে পারবে সব।
আমার কুৎসিত আবরণের জন্য ভিতরটা সবার অগোচরেই রয়ে যাবে শুধু,
কেউ উঁকি দেবেনা কোনদিন, ছুঁয়ে দেখবে না আমার ভিতরের সবুজ ঘাস।
আমার অবুঝ মন, শান্ত হও, ঘুমিয়ে যাও তুমি,
আমি তোমাকে কারো ভিতরে একটুও জায়গা করে দিতে পারবো না।
হে আমার হাতজোড়া, আমাকে ক্ষমা করে দিও তুমি,
তোমার হাতে আমি এনে দিতে পারবো না কারো নরম ছোঁয়া।
প্রিয় চোখ, তুমি অন্যদিকে ফিরো, অরণ্য দেখো আকাশ কিংবা নদী,
তোমার সম্মুখে কেউ কোনদিন হাসবে না তোমার জন্য, কাছে এসে দাঁড়াবে না।
এত পরিপাটি যুবকদের সাথে কিভাবে দাঁড়াবো এত অগোছালো আমি ?,
কিভাবে নিজেকে নিয়ে কারো সম্মুখে যাবো ? কিভাবে প্রকাশ করবো অনুভূতি ?
এত বেশি সুন্দর রেখে কে তাকাবে আমার দিকে ?
হে আমার আত্মা, আমাকে তুমি ক্ষমা করে দিও,
আমি পারবো না কারো ভালোবাসা এনে দিতে, আমাকে দিয়ে হবেনা।
হে আমার ভিতরের অস্তিত্ব, তুমি যত সৎ হও যত সুন্দর হও তাতে কিচ্ছু হবেনা,
আমি বুঝে গেছি,
এই শহর, এই পৃথিবীর সবাই কেবলই বাহ্যিক সুন্দরের পূজা করে, ভিতরের সুন্দর কেবলই পরিত্যাজ্য।
.
১৯/০৮/২০২১

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

3 thoughts on “আমি বুঝে গেছি

  1. প্রিয় চোখ, তুমি অন্যদিকে ফিরো, অরণ্য দেখো আকাশ কিংবা নদী,
    তোমার সম্মুখে কেউ কোনদিন হাসবে না তোমার জন্য, কাছে এসে দাঁড়াবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।