বেতন বিড়ম্বনা

Simple cartoon of a boss chucked out his employee of his office, business, fired, angry boss concept

সব কিছু ঠিক আছে ঠিক নেই শুধু বেতনটা
তিন মাসে এক মাস দেয় তবু ছয় মাস পরে।
তাই বুঝি ভুলে যাই চাকরিটা করেছিলাম কবে
গিন্নী বলে ঘরে এনো চাল মাছ ভাব যদি তবে।
আরও কত ভুলি নিজের নাম সহ নামটা ছেলের
সবই কি দোষ আমার নেই কিছু ভুলের?
বস বলে অফিস হবে ঠিক, বেতন কি দেইনা আমি
পেটে কত মনে কত ক্ষুধা জমে জানে অন্তর্যামী।
বেতনের কথা আনেনা মুখে ভাবেননা তারা
কেরানিরা পায় কিনা খেতে, কেমনে জোগায় ভাড়া!
এইভাবে চলছেতো চলছে দিন মাস বছর ব্যাপী
সাহেব ভাবে যা করার করুক ওরা আমিতো হ্যাপী।।

2 thoughts on “বেতন বিড়ম্বনা

  1. এইভাবে চলছেতো চলছে দিন মাস বছর ব্যাপী
    সাহেব ভাবে যা করার করুক ওরা আমিতো হ্যাপী। ___ ঠিক তাই বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।