সময়ের স্রোতে দু’চোখে এখন বিভীষিকাময়!
রাত নেই দুপুর নেই সব ক্ষেত্রেই মন জঙ্গল ভরা
তবু ক্ষণে ক্ষণে পথ চলা হাজার বছর পর
স্বপ্নে দেখা পৃথিবী আমার রূপ লাবণ্য যেনো ধূসর ময়
আতঙ্কিত সোনালি ভোরের ফুলেল শোভা!
অথচ সুবাসে যত সব কিচ্ছা কাহিনী দুধের সরে ঢেউ
অবসান শুধু মাটির ঘ্রাণ ভরা মৃত্যুর বার্তা;
কাঁদবে কি আর? যমুনা বাঙালি করতোয়া ইছামতি!
দেশ দুষমন ইচ্ছাগুলো উড়ে না আর বিভীষিকা-
হয়ে যায় বুঝি বন্যা সমগ্র লাল সবুজের পতাকা।
২৬ অগ্রহায়ণ ১৪২৮, ১১ ডিসেম্বর ২১
দেশ দুষমন ইচ্ছাগুলো কেবলই উড়ে … চেনা বিভীষিকা –
হয়ে যায় বুঝি বন্যা-সমগ্র … আমাদের লাল সবুজের পতাকা।
জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুুস্থ থাকবেন————
চমৎকার একটা পোস্ট I
জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুুস্থ থাকবেন————