একটি অসমাপ্ত বিকেল বসে ছিল
পৌষের খোলা ছাদে,
জানালার গ্রীলে নিশ্চুপ দুটি পাখি,
টবের জলে অঙ্কুরিত ভালোবাসা।
নির্বাক কবির চোখে হতাশার ছাপ;
দিগন্ত জুড়ে অপেক্ষার আস্তাবল !
2 thoughts on “আস্তাবল”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
একটি অসমাপ্ত বিকেল বসে ছিল
পৌষের খোলা ছাদে,
জানালার গ্রীলে নিশ্চুপ দুটি পাখি,
টবের জলে অঙ্কুরিত ভালোবাসা।
নির্বাক কবির চোখে হতাশার ছাপ;
দিগন্ত জুড়ে অপেক্ষার আস্তাবল !
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দিগন্ত জুড়ে অপেক্ষার আস্তাবল !
খুব ভাল লাগল ।