রুবাইয়াত-ই-বোরহান (ত্রিফলা)

12

(১)
ধনেশ্বরের ধূর্ত মাঝি পেলে নদীর শান্ত কূল,
বলবে জানি জীবন হলো গহন জলের আরশি তুল।
বাঞ্ছা তবু কাল হবে তার হেলায় ভেঙে হাল লগি,
’জোয়ার ভাটা এক ধারে বয়’ এ কথাটা ভাবলে ভুল।

(২)
সংসারের এই সোহাগ নীতির যখন দেখি উল্টো ক্রম,
মনটা আমার হয় সাহারা ধায় বেতালে বুকের দম।
তবু এসে অন্তরে কেউ কয় ভোলা তুই ভাব দেখি,
জন্মটা কি আজগুবি বা সুখ সায়রের স্রোতের ভ্রম?

(৩)
হোক কারণ বা অকারণে টেনে মাথার দীঘল কেশ,
পাইনি কি আর কি পেয়েছি খুঁজতে হলো আয়ুর শেষ।
কষবো না তাই অংক কভু ভাবছি যখন করবো পণ,
মন বলে আর ‘কি পাবো’ তা করবে কে সেই হিসেব পেশ?

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

6 thoughts on “রুবাইয়াত-ই-বোরহান (ত্রিফলা)

    1. অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল কবি দা!

      সুস্থ থাকুন ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. বাঞ্ছা তবু কাল হবে তার হেলায় ভেঙে হাল লগি,
    ’জোয়ার ভাটা এক ধারে বয়’ এ কথাটা ভাবলে ভুল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।