মেঘদল জমে থাকা আকাশ
শুভ্র কুয়াশা ভেজা শিশির।
সবুজ ঘাসের এক চিলতে
অভিমানি বুক চাঁদের নিয়ন আলো খোঁজে।
জোনাকীরা ছুটে চলে অজানা
গন্তব্যে রঙ, রঙিনের ঘোর কেটে
উৎসবে ডুবে শহর।
সাইবেরিয়া থেকে আগত
একদল পরিযায়ী উড়ে যায়
মুখোরিত শব্দের উল্লাসে।
সময়ের যত লেনদেন, যত
হিসেব-নিকেশ
দ্রুত বদলে যায় সুর্যাস্তের মতো
অন্ধকারে।
বেশ ভাবনাময় প্রকাশ কবি দা
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
চমৎকার লিখনি। অভিনন্দন এবং শুভকামনা প্রিয় কবি।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় দাদা
