মনোনিবেশ

ima

কখনও একটু চেয়ে দেখো
দুটো কথা লিখে রেখো
আয়না ছাড়িয়ে বেড়ে ওঠে
তোমার প্রলম্বিত ছায়া
মন্দিরের সিঁড়িতে বসে এক
নিতান্ত ভিখারি
তোমার ঈষৎ হাসির ফাঁক দিয়ে
গলে যাচ্ছে একটা আস্ত পৃথিবী।

2 thoughts on “মনোনিবেশ

  1. দুটো কথা লিখে রেখো …
    আয়না ছাড়িয়ে বেড়ে ওঠে তোমার প্রলম্বিত ছায়া … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অশেষ ধন্যবাদ ও শুভকামনা প্রিয় কবি ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।