আশা

খুবই একঘেঁয়ে কিছু জীবনে আনন্দ এসে যাক
যেখানে স্বপ্ন মানে শৌখিনতা, রোমান্টিকতা নয়।

দেখো ওই সোনালী আলোয় ভরা আকাশ
মুক্তির শপথ নিয়ে উড়ে যাওয়া পাণ্ডুলিপি
বাঁশপাতার ফাঁকে কিছু মেঘলা বাতাস
অপূর্ব সব রমণীরা অপরূপ বেশে সজ্জিতা
প্রাসাদের খিলানে খিলানে ফুলের তোড়া
নদীর ধারে ফেরিবোটের ভীড়, একরাশ মানুষ

খেয়ে পারাপারে ভেসে আসে অজস্র গানের সুর
শিশুদের কলতান, প্রেমিক প্রেমিকাদের হাসি।

2 thoughts on “আশা

  1. একরাশ মানুষ … খেয়ে পারাপারে ভেসে আসে অজস্র গানের সুর
    শিশুদের কলতান, প্রেমিক প্রেমিকাদের হাসি। ___ চমৎকার অনুভব প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. এত সুন্দরভাবে প্রশংসা করার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।