দাম্পত্য

তোমাকে নিয়ে ঢাকায় সেটেল হব
ভেবেছিলাম
কিন্তু ধুলোয় তোমার এলার্জি

সাত পাহাড়ের মাথায় যে বাংলো
দুজন মিলে দেখে এসেছিলাম
দামে পোষালো না

একটা লাইট হাউসের সখ ছিল
দিকভ্রান্ত নাবিকের
দিশা ফিরিয়ে দিতে
আলো হয়ে জ্বলে উঠতে

এত খোঁজাখুঁজির পরেও যুতসই
লাইট হাউস পাওয়া গেল না

পঞ্চগড়ের পাড়াগাঁয়ে পর্ণকুটির
হলেই চলবে
শুধু সামনে এক চিলতে উঠোন

পঞ্চগড় অনেক দূর, হারানোর সম্ভাবনা
এই পরিকল্পনাও বাদ দিতে হলো

বিলেতে যাওয়া যায় হয়তো
কিন্তু বরফের নালায় পদ্ম দীঘির
আমেজ কি পাওয়া যাবে…

ঢেউপাশা গ্রামে মাটির পাতিলে
তরতাজা রসগোল্লা রাখা আছে
তর্জার বেড়া আর ছনের ছাদ,
টুপটাপ বৃষ্টি বুক পর্যন্ত ভিজিয়ে দেয়

নিজস্ব ভূমিতে বেশ আছি
তৃষ্ণায় ডাব আর ক্ষুধায় দুধ সাদা ভাত

বাড়ির পিছনে লাগিয়েছি ধনিয়া
দাপ্তরিক কাজ শেষেও বইবে জীবন
ফ্লেভারের অভাবে মরে যাবে না…

1 thought on “দাম্পত্য

  1. বাড়ির পিছনে লাগিয়েছি ধনিয়া
    দাপ্তরিক কাজ শেষেও বইবে জীবন
    ফ্লেভারের অভাবে মরে যাবে না… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।