এমন কেন তুমি, পাথরে গড়া যেন মন
প্রেম ভালোবাসায় দেহমনে উঠে না প্রেম শিহরণ;
মন তোমার মেঘের মত হয় না, তুমি পাথর,
অন্যের অভিমানে ব্যথায় হও না একটুও কাতর।
একদিন সময় করে একটি বিকেল দিয়ো
তোমায় আমি আকাশ দেব প্রিয়,
আকাশে তাকিয়ে মুগ্ধ হতে শেখাবো,
আমার মনের পটে তোমাকে দিয়ে প্রেম আঁকাবো।
একদিন আমায় দিয়ো একটি দুপুর,
শুনাবো মর্মর সুর পায়ে পরে শুকনো পাতার নূপুর;
হাসতে শেখাবো একদিন, দুপুর ছুঁয়ে যেদিন থাকবো দুজন
তোমাকে শুনাবো মনের শাখে কী করে ডাকে প্রেম কুহু কুজন।
একটি সন্ধ্যা দিয়ো আমায়,
তোমায় নিয়ে হাঁটবো দূর বহুদূর, থামবো সময় যেথায় নিয়ে থামায়
তোমার মন পটে গোধূলী রঙ দিয়ে দেব প্রেম এঁকে
তুমি নির্নিমিখ দৃষ্টিতে যেয়ো গোধূলী আকাশে দেখে।
এক সন্ধ্যা আমার নামে করে দিয়ো প্রিয়,
রূপালী আলোর ঝর্ণায় আমার মন কেড়ে নিয়ো,
ভালোবেসে বলে দিয়ো ভালোবাসি
চাঁদের আলোয় কী দেখতে পাবে ঠোঁটে আমার মুগ্ধ হাসি?
একটি ভোর দেব তোমায়, দেখাবো রক্তিম আলোর খেলা,
তোমার মনে বসিয়ে দেব প্রেমের মেলা,
তোমাকে বদলে যাবে মন তোমার হবে প্রশস্ত
যদি তুমি আকাশ দেখো, দেখো সূর্যোদয় আর সূর্য অস্ত।
.
(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)
তোমায় নিয়ে হাঁটবো দূর বহুদূর, থামবো সময় যেথায় নিয়ে থামায়
তোমার মন পটে গোধূলী রঙ দিয়ে দেব প্রেম এঁকে
তুমি নির্নিমিখ দৃষ্টিতে যেয়ো গোধূলী আকাশে দেখে।
খুব সুন্দর রোমান্টিক মনভাব প্রকাশ কবি আপু