রাতের বুক খসে যায়
এক গলা স্বপ্ন আর্তনাদ!
অথচ ঝলকানি দূরের চাঁদ-
শূন্য পথে পদাবলী ছুঁই!
আর রক্তাক্ত বেদনার আকাশ;
তবু রাতের সান্ত্বনা ঘুমহীন
কিছু কায়া ছবির আঁকানো
নরম বালিশ কিংবা গড়ানো জল
এই তো রাত দিনের পার্থক্য
স্বপ্ন পুড়া কষ্ট বিমুখ ঝরা জল।
২৬চৈত্র ১৪২৮, ০৯এপ্রিল ২২
বহুদিন আপনার কবিতা পড়ে শুধুই মুগ্ধ হয়ে পড়েছি। লিখার ডাইমেনশন ফেরাতে আপনার হাতে গদ্য লিখা পেলে পাঠক মনে বেশ তৃপ্তি আসতো মনে হয়। দেখুন তো চেষ্টা করে গদ্য ফর্মে কিছু লিখা কলম থেকে বের করা সম্ভব হয় কিনা !! শুভেচ্ছা প্রিয় কবি মি. আলমগীর সরকার লিটন। ধন্যবাদ।
জি মুরুব্বী দা
সেই চেষ্টাই করছি ভাল ও সুস্থ থাকবেন——-
ধন্যবাদ।
চমৎকার লিখেছেন, দাদা। শুভকামনা অবিরত!
জি কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——