গড়ানো জল

16081

রাতের বুক খসে যায়
এক গলা স্বপ্ন আর্তনাদ!
অথচ ঝলকানি দূরের চাঁদ-
শূন্য পথে পদাবলী ছুঁই!
আর রক্তাক্ত বেদনার আকাশ;

তবু রাতের সান্ত্বনা ঘুমহীন
কিছু কায়া ছবির আঁকানো
নরম বালিশ কিংবা গড়ানো জল
এই তো রাত দিনের পার্থক্য
স্বপ্ন পুড়া কষ্ট বিমুখ ঝরা জল।

২৬চৈত্র ১৪২৮, ০৯এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “গড়ানো জল

  1. বহুদিন আপনার কবিতা পড়ে শুধুই মুগ্ধ হয়ে পড়েছি। লিখার ডাইমেনশন ফেরাতে আপনার হাতে গদ্য লিখা পেলে পাঠক মনে বেশ তৃপ্তি আসতো মনে হয়। দেখুন তো চেষ্টা করে গদ্য ফর্মে কিছু লিখা কলম থেকে বের করা সম্ভব হয় কিনা !! শুভেচ্ছা  প্রিয় কবি মি. আলমগীর সরকার লিটন। ধন্যবাদ। :)

    1. জি মুরুব্বী দা

      সেই চেষ্টাই করছি ভাল ও সুস্থ থাকবেন——-

    1. জি কবি নিতাই দা

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।