উদাস আমার মন আজ

282813a

নদীর বাঁকে আছি বসে,
উদাস যে মন ভারী,
উথাল পাথাল বিষাদের ঢেউ
মারছে মনে বাড়ি!

কার কথা যে ভাবছি আমি
মন উদাস কার লাগি!
ভেবে কিছু পাচ্ছি না হায়
মন কেন বৈরাগী!

দমকা হাওয়া আসছে বয়ে
মনের হাওয়া বৈরী
কেম্নে ভাসাই মন সায়রে
আমার সুখের তরী!

অকারণে মন ভালো না,
কী যে এখন করি
কেমন করে মন জমিনে
সুখের বাড়ী গড়ি!

কোথায় যাব নাই ঠিকানা
কূল পাচ্ছি না ভেবে,
কে বা আমায় তিল সান্ত্বনা
এসে আমায় দেবে।

দীর্ঘশ্বাসে ভরা এ বুক
শান্তি কোথায় হারায়
কেমন যেন মন ভালো না
স্বস্তি নেই মন পাড়ায়।

নদীর ঢেউয়ে বিষাদটুকু
ছাড়তে পারতাম যদি,
বুক সায়রে সুখেরই ঢেউ
বইতো নিরবধি।

2 thoughts on “উদাস আমার মন আজ

  1. কোথায় যাব নাই ঠিকানা
    কূল পাচ্ছি না ভেবে,
    কে বা আমায় তিল সান্ত্বনা
    এসে আমায় দেবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।