দ্রব্যমূল্যের উর্ধগতিতে উন্নয়ন বিসর্জন

2821a

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দুর্মূল্যের কথা করেছি শ্রবণ
দাম বেড়েছে চাল ডাল তেল মরিচ আলু পটল লবণ,
রোজগার তো বাড়েইনি খরচ বেড়েছে দ্বিগুণ এখন।
দিনমজুররা সীমিত মজুরিতে খেতেও পাচ্ছে না তেমন।

বড়লোকরা তো টেরই পায় না, তারা করে নিত্য ভ্রমণ
কেউ যায় সিঙ্গাপুর, কেউ আমেরিকা, কেউ যায় লন্ডন,
দ্রব্যাদির দাম যতই বাড়ুক, তারা করে রাজকীয় ভোজন
ইলিশ মাছ ভাজা, রুই মাছের ঝোল, মাংসও থাকে কমন।

দুর্মূল্যের জাঁতা কলে মরছে দেশের যতো গরিব জনগণ
নুন আনতে ফুরোয় পান্তা, দেখা যায় গ্রাম শহরে এমন,
আগে গরিবেরা খেতো আটার রুটি ধনীরা হাসতো তখন
সেই আটা গরিবের হাত ছাড়া, ধনীরাই খায় যখনতখন।

দুর্মূল্যের বাজারে সবকিছু বদলে হয়েছে পরিবর্তন
গরিবের ফুটপাতে ভিড় জমায় শহরের নামি মহাজন,
রিকশাওয়ালাকে ছোটলোক বলতো কতো বিশিষ্টজন
এখন তারাই চশমা পরে রিকশা চালায় রাত হয় যখন।

ডাস্টবিনে ফেলা পচা খবর খেয়ে যারা বাঁচাতো জীবন
সেই ডাস্টবিনে খাবার না পেয়ে হচ্ছে অনেকেরই মরণ,
৭৪-এর দুর্ভিক্ষে আটার জাউ গরিবরা করেছিল ভক্ষণ
দুর্মূল্যের এই নীরব দুর্ভিক্ষে না খেয়ে মরছে কতোজন?

মন্ত্রী বলে প্রতিদিন তিনবেলা মাংস খেতে পারে প্রতিজন
সরেজমিনে দেখা যায় দুবেলা ভাতই পায় না মানুষজন,
দ্রব্যমূল্যের উর্ধগতিতে কচুরিপানা খেতে দিচ্ছে ভাষণ
সয়াবিনের পরিবর্তে বাদাম তেল খেতেও বলছে এমন।

কিন্তু হায়! এসব কি পারা যায়? হে রাষ্ট্রীয় গুণীজন
সিন্ডিকেট রুখতে হবে রাষ্ট্রের ক্ষমতায় আছেন যতক্ষণ,
একদিকে দুর্ভিক্ষের হাতছানি অন্যদিকে হচ্ছে উন্নয়ন
দ্রব্যমূল্যের দাম কমাতে না পারলে শত উন্নয়ন বিসর্জন।

.
ছবি: নিজ এলাকার এক দরিদ্র পরিবার।
বি:দ্র: লেখার সাথে মেলাতে এই ছবিটি আপলোড করেছি মাত্র। কিন্তু লেখার সাথে ছবিটির কোনও সম্পর্ক নেই।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

4 thoughts on “দ্রব্যমূল্যের উর্ধগতিতে উন্নয়ন বিসর্জন

  1. একদিকে দুর্ভিক্ষের হাতছানি অন্যদিকে হচ্ছে উন্নয়ন
    দ্রব্যমূল্যের দাম কমাতে না পারলে শত উন্নয়ন বিসর্জন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. দ্রব্যমূল্যের এই উর্ধগতিতে আজ আমি নিজেই দিশেহারা, দাদা। ভেবেচিন্তে কুলোয় ওঠতে পারছি না।

      শুভকামনা সবসময়। 

    1. গরিবের জীবন ফিস্ট হয়ে এগিয়েই যাচ্ছে। উন্নয়ন হচ্ছে। এর মাঝেই দিশেহারা হয়ে পড়ছি, দাদা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।