আল কোরআন

01a

সর্বাধিক পঠিত গ্রন্থ
প্রজ্ঞাময় আল কোরআন,
আলোয় রাঙিয়েছে কত জীবন
দিয়েছে পথের সন্ধান।

দেশ, ভাষা, বর্ণ গোত্রে
ছড়িয়েছে সুমহান জ্যোতি,
দিশারী হয়েছে আঁধার জীবনের
সুরভিত পরশের জ্ঞাতি।

অবতরণ করেন বিশ্বস্ত আত্মা
নূরানী হৃদয়ে,
ছড়িয়ে দিলেন গোটা মানবে
এক নব পরিচয়ে।

সেতু বন্ধন করেছেন যুগ-যুগ
শতাব্দীর সাথে শতাব্দী,
পাথেয় হয়েছে মানুষের জীবনের
জন্ম থেকে প্রলয় অবধি।

আল কোরআন জ্ঞানের ভাণ্ডার
কারো জন্য শিফা,
কুড়িয়েছে কেউ জগত খ্যাতি
কেউ রবের কৃপা।

নবীর উপদেশ আঁকড়ে ধরতে
পাক কালাম ও নবীর সিরাত,
লক্ষ প্রাণ সাজিয়েছে ভূষণ
কলবে ধরেছে কিরাত।

কেউ হয়েছে পথের পথিক
ছেড়েছে ঘর সংসার,
রবের ধ্যানে হয়েছেন দেশান্তর
তাওহীদ করেছেন প্রচার।

মর্মবাণী তাহার,
সুললিত সুর মুমিনের
হৃদয় ছুঁয়ে গেল,
পরশে তাহার সোনা হল খাঁটি
আঁধার হলো আলো।

মোঃ সুমন মিয়া সম্পর্কে

মো: সুমন মিয়া ১৯৮৮ সালের ১২ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনা থানার শুহিলপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা: মৃত মকবুল হোসেন, মাতা: আনোয়ারা বেগম। ইংরেজী সাহিত্যে স্নাতক , ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (আইবিএ) থেকে মানব সম্পদ ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রী অর্জন করেন। শিক্ষাজীবন থেকেই লেখালেখির হাতেখড়ি। ২০১৬ সালে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন এবং ‘চান্দিনা দর্পণ‘ নামক বাৎসরিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা করেন। তার লেখা ‘হিমালয় কন্যার দর্শনে’ ও ‘অতিথি বেশে পূণ্যভূমি চায়ের দেশে’ ভ্রমন কাহিনী বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একাধিক দৈনিক ও অনলাইন পত্রিকায় ভ্রমন কাহিনী, লাইফ স্টাইল, ফিচার, ছোট গল্প এবং কবিতা প্রকাশিত হয়। ‘গহীনে শব্দ’ তার লেখা প্রথম কাব্যগ্রন্থ এবং কয়েকটি উপন্যাস প্রকাশিত হওয়ার অপেক্ষায় আছে।

8 thoughts on “আল কোরআন

  1. নবীর উপদেশ আঁকড়ে ধরতে
    পাক কালাম ও নবীর সিরাত,
    লক্ষ প্রাণ সাজিয়েছে ভূষণ
    কলবে ধরেছে কিরাত। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. দারুণ সুন্দর লেখা বেশ ভালো লাগলো

  3. জীবন মানেই আল কোরআন সুন্দর কবি দা

    1. ধন্যবাদ,   জাজাকাল্লাহ …https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।