সর্বাধিক পঠিত গ্রন্থ
প্রজ্ঞাময় আল কোরআন,
আলোয় রাঙিয়েছে কত জীবন
দিয়েছে পথের সন্ধান।
দেশ, ভাষা, বর্ণ গোত্রে
ছড়িয়েছে সুমহান জ্যোতি,
দিশারী হয়েছে আঁধার জীবনের
সুরভিত পরশের জ্ঞাতি।
অবতরণ করেন বিশ্বস্ত আত্মা
নূরানী হৃদয়ে,
ছড়িয়ে দিলেন গোটা মানবে
এক নব পরিচয়ে।
সেতু বন্ধন করেছেন যুগ-যুগ
শতাব্দীর সাথে শতাব্দী,
পাথেয় হয়েছে মানুষের জীবনের
জন্ম থেকে প্রলয় অবধি।
আল কোরআন জ্ঞানের ভাণ্ডার
কারো জন্য শিফা,
কুড়িয়েছে কেউ জগত খ্যাতি
কেউ রবের কৃপা।
নবীর উপদেশ আঁকড়ে ধরতে
পাক কালাম ও নবীর সিরাত,
লক্ষ প্রাণ সাজিয়েছে ভূষণ
কলবে ধরেছে কিরাত।
কেউ হয়েছে পথের পথিক
ছেড়েছে ঘর সংসার,
রবের ধ্যানে হয়েছেন দেশান্তর
তাওহীদ করেছেন প্রচার।
মর্মবাণী তাহার,
সুললিত সুর মুমিনের
হৃদয় ছুঁয়ে গেল,
পরশে তাহার সোনা হল খাঁটি
আঁধার হলো আলো।
নবীর উপদেশ আঁকড়ে ধরতে
পাক কালাম ও নবীর সিরাত,
লক্ষ প্রাণ সাজিয়েছে ভূষণ
কলবে ধরেছে কিরাত।
শুভেচ্ছা এবং শুভ সকাল।
সুন্দর লেখা
ধন্যবাদ …
দারুণ সুন্দর লেখা বেশ ভালো লাগলো
ধন্যবাদ …
জীবন মানেই আল কোরআন সুন্দর কবি দা
ধন্যবাদ, জাজাকাল্লাহ …