সমুদ্র বিলাস

সমুদ্র ডেকেছিল বলে পাহাড়ে গেলাম;
যেদিন পাহাড় ডাকে; নোনাজল আছড়ে
পড়ে আমার আঙ্গিনায়। সী-গলের ডানায়
উড়াল দিতে দিতে ভাবি; এত কালো শোক, আরো
কয়েক ফোটা নোনাজলে কী শরীর জুড়াবে!

পাহাড়ের চূড়ায় বসে যখন নীচের দিগন্ত দেখি;
নীল বেদনা হৃদয়ে এসে ভিড় করে। বাতাসের
শিস জমাট কান্নায় রূপান্তরিত হয়ে পর্যুদস্ত
করে দেয়। শিথিল শরীর শুনে সমুদ্রের গর্জন;
বুক ফুঁড়ে বেরিয়ে আসে রাশি রাশি নোনাজল।

পাহাড়, সমুদ্র ডাকে; ডাক উপেক্ষা করি।
হৃদয়ের ক্রন্দনের কাছে বারবার যেতে নেই।

2 thoughts on “সমুদ্র বিলাস

  1. বাতাসের শিস জমাট কান্নায় রূপান্তরিত হয়ে পর্যুদস্ত
    করে দেয়। শিথিল শরীর শুনে সমুদ্রের গর্জন;
    বুক ফুঁড়ে বেরিয়ে আসে রাশি রাশি নোনাজল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়। Smile

    শুভ সকাল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।