এ কি গরম!

2222

গরমের এ কি ধার – আগুনও মানে যে হার
সূর্যটা কেন এতো রেগেছে!
মেঘেরা মেলে না ছাতা – অনড় গাছের পাতা
তবে কি বাতাস ভয়ে ভেগেছে!

পাখিদের ঠোঁট ফাঁক – গো ছাগ দেয় না হাঁক
ফসলের মাঠে নেই ছন্দ,
পাশাপাশি কাক হাঁস – ছায়ে করে হাঁসফাঁস
ভুলেছে বুঝি বা ওরা দ্বন্দ্ব।

বেহালে বাটের সার – ঘাট হারা আবদার
খালে বিলে পানি ঘামে থমকে,
ভীরু চিল উড়ে যায় – দাদু ভাবে খালি গায়
মুসাফির কেন ফিরে চমকে!!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

4 thoughts on “এ কি গরম!

  1. গরমের এ কি ধার – আগুনও মানে যে হার
    সূর্যটা কেন এতো রেগেছে!
    মেঘেরা মেলে না ছাতা – অনড় গাছের পাতা
    তবে কি বাতাস ভয়ে ভেগেছে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল আন্তরিক !

      সুস্থ থাকুন খুব ‍ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অসাধারণ সৃষ্টি । মুগ্ধ হলাম প্রিয় কবি।

    1. আন্তরিক ধন্যবাদ  ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।