গোধূলির আলোয় ঘিরে থাকা স্তব্ধতা যত
বনভূমিতে আছড়ে পড়ে
কিছু পাখি অবসন্ন মেঘেদের বুক চিরে
দূরে কোথাও মিলিয়ে যায়।
তোমার মায়াবী মুখ ভেসে ভেসে ওঠে
অবভাস কেবল ঢেউয়ের মতো ভেসে আসে।
গোপন দেরাজ থেকে বেরিয়ে আসে না কেউ
প্রয়োজন পড়ে না, সবই গাঁথা আছে।
টুপটাপ ঝরে পড়ে শুকনো পাতারা
হাওয়াতে ছড়িয়ে যায় আরও দূরে।
তোমার ভাসা ভাসা দু’চোখ
অনেকটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে
হাতছানি দিয়ে কাছে ইশারায় কাছে ডেকে
ক্ষনিকেই সরে যায় মেঘের আড়ালে।
পেছন ফিরে দেখি তুমি দাঁড়িয়ে
যাবার সময় হল বোধ হয়।
তোমার ভাসা ভাসা দু’চোখ
অনেকটা দূর থেকে তাকিয়ে তাকিয়ে
ক্ষনিকেই সরে যায় মেঘের আড়ালে।