মন কথনিকা-৪১৪১

কেমন জানি লাগে উদাস ভাল্লাগে না কিছু;
বিষণ্ণতা কেন নিলো অযথাই পিছু;
কত সুখে আছি তবু বিষাদ ভরা মনে,
আমি এখন থাকতে চাচ্ছি খুব খুবই নির্জনে।

মন কথনিকা-৪১৪২
ফাগুন হাওয়ার নাচছে পাতা, আমি কেন নিরব
মনের বাড়ী হয় না অল্প সুখের তরে সরব
কী জানি কী হয়নি পাওয়া, অপূর্ণতায় আমি
কী যেন নেই হারিয়েছি, কোন জিনিস সেই দামী।

1 thought on “মন কথনিকা-৪১৪১

  1. কী জানি কী হয়নি পাওয়া, অপূর্ণতায় আমি
    কী যেন নেই হারিয়েছি, কোন জিনিস সেই দামী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।