স্বরলিপি

png-transparen

নির্জন রাস্তায় একরাশ পাতার ওপর দিয়ে
তোমার নিত্য যাওয়া আসা
আমার অপেক্ষার শেষ হয় তোমায় পেয়ে
ভাবনার স্বরলিপি ঠোঁট ছুঁয়ে যায়
তোমার স্পর্শের অপেক্ষায়
রঙিন স্বপ্ন আঁকা হয় প্রজাপতির পাখায়
তোমার চোখের তারায় ভাসে আমার মুখ
তুমি হাত ধরে আমায় পাশে বসাও
ভাবনার সমুদ্র থেকে একরাশ কথা
ফোটা ফুল হয়ে আমার কোলে ঝরে পড়ে
সময় কখন যে পেরিয়ে যায় টের পাই না
তুমি দুহাত বাড়িয়ে আমায় কাছে টেনে নাও …

1 thought on “স্বরলিপি

  1. ভাবনার স্বরলিপি ঠোঁট ছুঁয়ে যায়
    তোমার স্পর্শের অপেক্ষায়
    রঙিন স্বপ্ন আঁকা হয় প্রজাপতির পাখায় … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।