অযাচিত দিনকাল

Untit

যে মানুষটি বিশ্বাস যোগ্য ছিলো,
যে মানুষটি হাতে হাত রেখে
বুকে আকাশ সমান ভরসা নিয়ে বলেছিল
সুখে দুঃখে সারাজীবন তোমার পাশে থাকবো।

একসাথে পথ চলতে গিয়ে সামান্য কিছু বাগ্বিধিনায়
হঠাৎ করে সেই মানুষটি বদলে গেলে বুকটা
হা-হা-কা-র করে উঠে। মনে হয় জীবন যেন এক সাহারা মরু।
চোখের সামনে ধূ-ধূ মরীচিকা।

এই যে এতটা বছর পাশে থাকা,
এত্ত এত মান – অভিমান, এত্ত অনুযোগ, অভিযোগ
এসব কিছুই মিথ্যে মনে হয়।

খুব কাছ থেকে একটা মানুষকে এতটা বদলে যেতে
দেখে নিজেই নিজের উপর থেকে বিশ্বাস বস্তুটা হারিয়ে ফেলেছি।

1 thought on “অযাচিত দিনকাল

  1. মনের কথা গুলোনকে ভীষণ ফুটিয়ে তুলতে পেরেছেন কবি সুজন হোসাইন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।