অব্যক্ত কথা

আজও জানাতে পারলাম না-
কত কথা জমে আছে মননে,
তোমায় পাশে পাওয়ার আকুতি,
কিংবা পাশে থাকার আমৃত্যু চেষ্টা।

প্রতীক্ষার প্রহর গুনছি আমি,
এই নগরের প্রতিটা প্রান্তরে-
যাযাবর বেশে,
যদি একটু সময় হয় তোমার!

ভালোবাসি বলাটা সহজ নয়,
ভালো রাখার চেষ্টায় অপেক্ষায় আছি,
তোমার পাশে থেকে মরার ইচ্ছায়-
নিরবধি চলছি তোমার পথের অনুসরণে।

তাই,
নিয়ত করেছি এই আয়োজনে-
ভালোবাসি কথাটি বলবো সাহসে,
পাশে থাকার আহ্বানে,
নতুন বার্তায় জীবন সাজাতে।

তোমায় প্রথম দেখাতেই-
শত সাহসে,চিৎকারে বলবো,
ভালোবাসি-
চিরদিন থাকবো ভালোবেসে পাশে।

4 thoughts on “অব্যক্ত কথা

  1. কবি মনের প্রত্যয়-কাব্য অসাধারণ ভাবে উঠে এসেছে লিখাটিতে। বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর ব্যাকুলতা

    প্রেমে ভরা মনের চঞ্চলা বারতা।

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।