অন্তরে দাও আমার নবীর রওজা শুধু আনি!

14

প্রভু —
চাই না হতে মোহের তাপে মানী –
অন্তরে দাও আমার নবীর
রওজা শুধু আনি!
টানুক এ প্রাণ যতোই দুখের ঘানী –
অন্তরে দাও আমার নবীর
রওজা শুধু আনি!

শ্রদ্ধা ভরে পড়বো দরুদ অন্তরে দাও বল,
দূর করো সব পাপ কালিমা শয়তানী অনল।
অক্ষিতে দাও আশার বারি
টুটে ধনের খবরদারি
নাই বা হলাম সাধুর সারে জ্ঞানী –
অন্তরে দাও আমার নবীর
রওজা শুধু আনি!

দম ফুরালে যেদিন যাবো একা আঁধার গোরে,
বুক সেদিনও রেখো প্রভু দরুদ দিয়ে ভরে।
কাঁদলে ভয়ে পরাণ পাখি
শীতল করো ব্যাকুল আঁখি
ভুলতে গো এই রঙিন মায়ার ছানি –
অন্তরে দাও আমার নবীর
রওজা শুধু আনি!

বোরহানুল ইসলাম লিটন সম্পর্কে

কবির জন্ম নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রন্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা লুৎফুন নেছা গৃহিণী। বর্তমানে কবি একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনেকটা ‍নিভৃতচারী লেখিয়ে।

6 thoughts on “অন্তরে দাও আমার নবীর রওজা শুধু আনি!

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  1. নাই বা হলাম সাধুর সারে জ্ঞানী –
    অন্তরে দাও আমার নবীর
    রওজা শুধু আনি! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. নিরন্তর ধন্যবাদ ও দোয়া রইল আপনার জন্য!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. রাসুলুল্লাহ (সাঃ) প্রতি ভালোবাসায় চয়িত হয়েছে প্রতিটা পঙক্তি।

    ভালোবাসা নিবেন।

    1. অফুরাণ হার্দিক ধন্যবাদ ও শুভ কামনা রইল!

      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।