জানো, অনেক অনেক.. অনেকদিন পর দেখি
মনের ভেতর হঠাৎ দুরন্ত উল্কা ঝড়
চলন্ত সেতুটি দৈবাৎ ভেঙে গেলো
কে জানে না.. ভাঙা সম্পর্ক মানেই কবর!
সবাই জানে কতোদিন পর একটা জনশুমারি হলো
কেবল গণনা হল না… কে মানুষ আর কে অমানুষ
গল্প, ছড়া, কবিতা..ওরাও আসলে কিছু নয়
কেবলই বেদনার বেদীতে লুকানো ফানুস!
তবুও কিছু কিছু স্বঘোষিত চটকদার বিজ্ঞাপন
কিংবা বিলবোর্ডে ছাপা হয় মৃত কালো অক্ষর
সম্পর্ক নামক শাবকটির ইতিকথা লিখে রাখে
বাংলা ব্যঞ্জণের প্রায় সকল অবোধ যুক্তাক্ষর!!
মৃত কালো অক্ষর
সম্পর্ক নামক শাবকটির ইতিকথা লিখে রাখে
বাংলা ব্যঞ্জণের প্রায় সকল অবোধ যুক্তাক্ষর!!