আলিঙ্গনের আকাশ ছুঁইয়ে
হয়তো চেয়ে দেখা
এখন আমার বৃষ্টি ভেজা দিন
বই হাতে সে দিনের পরে
মুখ ডুবিয়ে থাকা
স্বপ্ন গুলো বৃষ্টি নিয়ে
ঝরিয়ে যাবার মতো
নোনতা জলে ভিজিয়ে তোলা মুখের ছবি আঁকা
হৃদয় টা ওই দূর আকাশের প্রেমের উপত্যকা।
আসতে চাইলে আসতে পারো
জমে যাবে নুনের জলে
হয়তো হবে খুব বাতাসে মেঘের ছবি আঁকা।
তারপরে ওই মুখ ডুবিয়ে তোমায় হবে দেখা।
হয়তো হবে খুব বাতাসে মেঘের ছবি আঁকা।
তারপরে ওই মুখ ডুবিয়ে তোমায় হবে দেখা।
অনবদ্য প্রকাশ,
মুগ্ধতা রেখে গেলাম।
বেশ অনুভূতির ছোঁয়া
ভাল থাকবেন কবি আপু!