আমি জানি সূর্যের গতিপথ কখনোই বদলানো যায় না
তবুও প্রতিদিন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি…
কংক্রিটের এই আভিজাত্য শহর ভুলে সবুজ সরল পল্লীর
গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছের দাড়িয়াবান্ধা খেলা
মাচানে ঝুলে থাকা লাউয়ের অপলক দৃষ্টি আর পুই ফলের হোলী খেলা।
স্বপ্ন দেখি কৃষক হবো,
চৈত্রের তাপদাহে চৌচির হওয়া মৃত্তিকাকে তৃষ্ণা মেটাবো
বিশুদ্ধ বাউরা বাতাসে দোল খেলবে সবুজ ফসল
ক্লান্ত কৃষক বাড়ি ফিরে কৃষাণীর আঁচলতলে খুঁজে নিবে মাটির সুখঘ্রাণ
অতঃপর,
একদিন কংক্রিটের এই নির্মম জীবনের অবসান ঘটিয়ে
সুজলা-সফলা শস্য শ্যামলা গ্রামে চারচালা ঘরে করবো বসবাস…
একদিন কংক্রিটের এই নির্মম জীবনের অবসান ঘটিয়ে
সুজলা-সফলা শস্য শ্যামলা গ্রামে চারচালা ঘরে করবো বসবাস…
অনেক অনেক ধন্যবাদ ভাইজান।
অতি সুন্দর একটি লেখা। পাঠে মুগ্ধ হলাম।
জেনে ভালো লাগলো ভাই।
অনেক দিন পর কবি দা পাঠ করলাম
সত্যই গ্রামের সেই সব জায়গাতে মনে ছুঁয়ে গেছে
গ্রামের মতো বিশুদ্ধ জায়গা আর কোথাও নেই ভাই।