প্রিয়

306

আলিঙ্গনের আকাশ ছুঁইয়ে
হয়তো চেয়ে দেখা
এখন আমার বৃষ্টি ভেজা দিন
বই হাতে সে দিনের পরে
মুখ ডুবিয়ে থাকা

স্বপ্ন গুলো বৃষ্টি নিয়ে
ঝরিয়ে যাবার মতো
নোনতা জলে ভিজিয়ে তোলা মুখের ছবি আঁকা
হৃদয় টা ওই দূর আকাশের প্রেমের উপত্যকা।

আসতে চাইলে আসতে পারো
জমে যাবে নুনের জলে
হয়তো হবে খুব বাতাসে মেঘের ছবি আঁকা।
তারপরে ওই মুখ ডুবিয়ে তোমায় হবে দেখা।

3 thoughts on “প্রিয়

  1. হয়তো হবে খুব বাতাসে মেঘের ছবি আঁকা।
    তারপরে ওই মুখ ডুবিয়ে তোমায় হবে দেখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।