ঠিকানা

imag

পশু জবাই রক্ত জানি
সুখের উড়া পায়রা!
কালমেঘের আাকাশ জানি
কষ্টের ধোয়া আয়না;
আইল পাথারে খুঁজে পাই
সবুজ ঘ্রাণের মুখ!
মাটির বুকে ফুটেছে সব
রক্ত জমার সুখ
ভাসায় যত রক্ত জলে
মাটির কান্না দুখ
দুর্বঘাসের নিচে মাটির ঠিকানা
ডাকি কত শুনে না।

৩১ ভাদ্র ১৪২৯, ১৫ সেপ্টেম্বর ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “ঠিকানা

    1. পাঠে উৎসাহ দেয়ার জন্য
      লাল গোলাপের শুবেচ্ছা নিবেন
      কবি মুরুব্বী দা!
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. পাঠে উৎসাহ দেয়ার জন্য

      লাল গোলাপের শুবেচ্ছা নিবেন

      কবি মহী দা!

      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।