পশু জবাই রক্ত জানি
সুখের উড়া পায়রা!
কালমেঘের আাকাশ জানি
কষ্টের ধোয়া আয়না;
আইল পাথারে খুঁজে পাই
সবুজ ঘ্রাণের মুখ!
মাটির বুকে ফুটেছে সব
রক্ত জমার সুখ
ভাসায় যত রক্ত জলে
মাটির কান্না দুখ
দুর্বঘাসের নিচে মাটির ঠিকানা
ডাকি কত শুনে না।
৩১ ভাদ্র ১৪২৯, ১৫ সেপ্টেম্বর ’২২
স্বল্প পরিসরে চমৎকার লিখেছেন।
পাঠে উৎসাহ দেয়ার জন্য
লাল গোলাপের শুবেচ্ছা নিবেন
কবি মুরুব্বী দা!
ভাল ও সুস্থ থাকবেন——-
ধন্যবাদ কবি
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা আগামীদিনের জন্য।
পাঠে উৎসাহ দেয়ার জন্য
লাল গোলাপের শুবেচ্ছা নিবেন
কবি মহী দা!
ভাল ও সুস্থ থাকবেন——-