সাফ গেমস এ বিজয়ী নারীদের জন্য একটি গান

ima

জিতেছে আজ বাংলাদেশ,
জিতেছে বাংলার নারী
হে আকাশ আজ উল্লাস করো,
পারি আমরাও পারি॥

মুজিবের এই বাংলায় দেখো
সবুজের প্রাণে প্রাণে
জয়ের উল্লাস জাগিয়েছে আশা
প্রজন্মের কলতানে।
জয় বাংলা – হেঁকে হেঁকে উড়ে
বিজয়ী পাখিদের সারি॥

একাত্তরের চেতনায় যারা
দিয়ে গেল তাজা প্রাণ
তারাই আজ এসেছে ফিরে
করতে শক্তি দান
বিজয়ী বাংলার নারী
বিজয়ী বাংলার নারী
এসো আজ মিলিত উৎসবে মাতি
আবার হাত উঁচু করি॥

2 thoughts on “সাফ গেমস এ বিজয়ী নারীদের জন্য একটি গান

মন্তব্য প্রধান বন্ধ আছে।