আবারো হাসে
আসলে যেন আমাদের এই জীবনটা
অসমতল ভূমি এক খণ্ড;
এক মুহুর্তে সকলই পণ্ড
যেথা তুফান উঠে আসে ঝড়-ঝাপটা
হাহাকার ও রক্তারক্তি খেলা অনাবিল
কত তিক্ত দুর্ভোগ জীবনের
সুখ ও প্রশান্তি নেই হৃদয়ের
আকাশের মুখখানি তাই দেখায় নীল।
দুর্বিসহ জীবনে অসংখ্য ঝড়ের শেষে
বন্দী সুখেরা নিয়তির কারাগারে
ফিরে আসে আবার হৃদয় ঘরে
থামে জীবনের কান্না,,আবারো হাসে।
গগনের বুকে অভ্ররা কত অস্থির চঞ্চল
কি ছুটাছুটি জানো কেন করে
সুখ সন্ধানে বাদল হয়ে ঝরে
মিলে পরিশেষে শান্তি, সাগরের আঁচল।
'দুর্বিসহ জীবনে অসংখ্য ঝড়ের শেষে
বন্দী সুখেরা নিয়তির কারাগারে
ফিরে আসে আবার হৃদয় ঘরে
থামে জীবনের কান্না …আবারো হাসে।'
___ জীবনের ধারাবহতা অথবা জীবন সংস্করণ সম্ভবত এই রকমই প্রিয় কবি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী।


চমৎকার এক অনুভব
কবি দা
ভাল থাকবেন———-