তোমার বাড়ী এলাম বন্ধু

3104

চা সাধো না আমায় তুমি তোমার বাড়ী এলাম
শান্তিটুকু করে দিলাম তোমার কাছে নিলাম;
সঠিক মূল্যে কিনে নিয়ো মনটা এবার তুমি,
এক কাপ চা দিলে হবে প্রফুল্ল মন ভূমি।

তোমার মনে আমায় রেখো, তুমি আমার মনে,
গল্প করে চা খাবে কী তুমি আমার সনে?
তুমি বানাও আমি খাবো, লিকার দিয়ো বেশী,
একটুখানি চিনি দিলে হবো আরও খুশি।

এক চিমটি প্রেম দিয়ো চায়ে, বাসবো ভালো তোমায়,
কেন বাপু পড়ে থাকো বিষণ্নতার কোমায়?
এসো বন্ধু বসো পাশে গল্প করো হাজার,
চা খাবো আর বলবো কথা, মনে যে প্রেম বাজার।

ভালোবাসার সময়গুলো চলো বুকে তুলি,
একটু না হয় বলো আজকে মিষ্টি মধুর বুলি;
দীর্ঘশ্বাসের প্রহর আমায় আর দিয়ো না বন্ধু,
প্রেম এনে দাও উথাল পাথাল মনে তেরো সিন্ধু।

চায়ের কাপে তুলে রেখো বিষণ্ণতা যত,
যেয়ো ভুলে কষ্ট ব্যথা যা হয়েছে গত;
বর্তমানটা সুন্দর ভারি, ঠিক উপভোগ করো,
মন জমিনে প্রেমের খামার বন্ধু এবার গড়ো।

চা খাওয়াবে আজকে আমায়? দুধ না রঙিন চা গো?
বন্ধু তুমি ঘুমিয়ো না এবার তবে জাগো,
জেগে জেগে স্বপ্ন দেখো পাশে আছি আমি
আমার চেয়ে তোমার কাছে ঘুম কী হলো দামী?

.
(সামস্যাং এস নাইন প্লাস, ঢাকা)

3 thoughts on “তোমার বাড়ী এলাম বন্ধু

  1. সত্যি অসাধারণ কবিতা উপহার দিয়েছেন
    আমি মুক্ধ আপনার কবিতা পড়ে।

  2. বন্ধু তুমি ঘুমিয়ো না এবার তবে জাগো,
    জেগে জেগে স্বপ্ন দেখো পাশে আছি আমি
    আমার চেয়ে তোমার কাছে ঘুম কী হলো দামী? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. চা পানে বেশ রোমান্টিক কবি আপা

    ভাল থাকবেন————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।