প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি আমি !
অথচ, আমি যেভাবে মৃত্যু চেয়েছি,
যে ভাবে আমাকে চেয়েছি, সেভাবে নয়।
একটি বর্ণহীন আলো আসে – চোখে মুখে লাগে।
তারপর দ্রুত চলে যায়।
গ্রীষ্মকাল কিংবা বর্ষাকাল,
এই শরতের অনাহত পারাপার কিংবা হেমন্তের দিন যাপন।
একটি ছায়া অদৃশ্য হয়ে যায় – যে তুমি চাও, সেভাবে নয়।
দিন ছোট হয়, রাত দীর্ঘ হয়
যেন পৃথিবী শেষ হয়ে যাচ্ছে ক্ষয়ে যাওয়া নিশ্বাসে।
তারপর,
রাত গভীর হলে আমি শুনতে পাই ভূতের বিলাপ।
রাতের নিস্তব্ধতা ভেদ করে কানে ভেসে আসে –
“তাহলে তুমি ঈশ্বরের কাছে তোমার জীবন উৎসর্গ করেছ।”
কিন্তু,
প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি আমি
অথচ,
যে আমি আমাকে চেয়েছি, সেভাবে নয়।
প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি আমি
অথচ,
যে আমি আমাকে চেয়েছি, সেভাবে নয়।
বেশ ভাবনাময় কবি দা