বৈরাগ্য বিলাপ

316

সুরা সাগরে
অধরা প্রেম তলিয়ে গেছে অনন্ত স্রোতে
অবিমৃষ্য আবেগে আনাড়ি সন্তরণ,
ক্লান্ত অনৃত অভিসারে
দূরে বহুদূরে
ভেসে গেছে প্রমত্ত কবিতার সুবর্ণ সংলাপ
হৃদয়ের গহ্বরে
অবরুদ্ধ চেতনা করছে বৈরাগ্য বিলাপ।

আদিগন্ত
দৃষ্টি খুঁজে তন্ন তন্ন করে সঞ্জীবক সত্যের আশ্রয়
আপন ঘরে সতীত্ব খুইয়েছে নারী,
স্বার্থান্ধ সামাজিক বলয়!

কোথাও কোন শুভ্রতা নাই,
প্রেম নাই, স্বচ্ছতা নাই
নর্দমার জোয়ারে ভেসে যাচ্ছে ভালবাসা
পবিত্রতা
ডুবছে মানুষ অলক্ষ্য সাঁতারে, ব্যর্থ মানবতা!..

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “বৈরাগ্য বিলাপ

  1. কোথাও কোন শুভ্রতা নাই,
    প্রেম নাই, স্বচ্ছতা নাই
    নর্দমার জোয়ারে ভেসে যাচ্ছে ভালবাসা … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. আদিগন্ত
    দৃষ্টি খুঁজে তন্ন তন্ন করে সঞ্জীবক সত্যের আশ্রয়
    আপন ঘরে সতীত্ব খুইয়েছে নারী,
    স্বার্থান্ধ সামাজিক বলয়

     

    শুভেচ্ছা জানবেন কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।