সুরা সাগরে
অধরা প্রেম তলিয়ে গেছে অনন্ত স্রোতে
অবিমৃষ্য আবেগে আনাড়ি সন্তরণ,
ক্লান্ত অনৃত অভিসারে
দূরে বহুদূরে
ভেসে গেছে প্রমত্ত কবিতার সুবর্ণ সংলাপ
হৃদয়ের গহ্বরে
অবরুদ্ধ চেতনা করছে বৈরাগ্য বিলাপ।
আদিগন্ত
দৃষ্টি খুঁজে তন্ন তন্ন করে সঞ্জীবক সত্যের আশ্রয়
আপন ঘরে সতীত্ব খুইয়েছে নারী,
স্বার্থান্ধ সামাজিক বলয়!
কোথাও কোন শুভ্রতা নাই,
প্রেম নাই, স্বচ্ছতা নাই
নর্দমার জোয়ারে ভেসে যাচ্ছে ভালবাসা
পবিত্রতা
ডুবছে মানুষ অলক্ষ্য সাঁতারে, ব্যর্থ মানবতা!..
কোথাও কোন শুভ্রতা নাই,
প্রেম নাই, স্বচ্ছতা নাই
নর্দমার জোয়ারে ভেসে যাচ্ছে ভালবাসা …
সুন্দর উপলব্ধিকর কবি দা
আদিগন্ত
দৃষ্টি খুঁজে তন্ন তন্ন করে সঞ্জীবক সত্যের আশ্রয়
আপন ঘরে সতীত্ব খুইয়েছে নারী,
স্বার্থান্ধ সামাজিক বলয়
শুভেচ্ছা জানবেন কবি