আকাশে আজ তুলা মেঘ

312

শরত এসেছে মনের দুয়ারে, মন উঁকি মারে আকাশে,
আহা সাদা সাদা মেঘ দেখি ওড়ে নীলের পাশে,
কী সুন্দর মেঘেদের ডানা, তাদের সাদা পালক,
এই তুমি অবসর আছো? আমার সঙ্গে আকাশ দেখবে বালক?

বালক তোমার ছেঁড়া পালক, মেঘের ডানায় ওড়ো,
বলছি তোমায় এসো, মেঘ দেখি…আমার সঙ্গে ঘুরো;
কাশফুল ছুঁয়ে আসি অথবা খোলা মাঠে বসি
মনের খাতায় চলো বসে ভালোবাসার অঙ্ক কষি।

আজ আকাশটা স্বচ্ছ আলো নিয়ে আমাদের অপেক্ষায় আছে,
তুমি বালক ওড়ে এসো আমার কাছে,
ডানা মেলা দিনগুলো ওড়িয়ে দেই হাওয়ায়,
কত সুখ এসে বসেছে আজ মনের দাওয়ায়।

ও উদাসী, কী করছো এখন, বসে আছো একাকি?
এই যে আলসেমীতে সময় দিচ্ছে ফাঁকি
এসো খোলা আকাশের নিচে, বেড়াই হেঁটে,
কী লাভ বিগত দুঃখগুলো বসে বসে ঘেঁটে।

আমার মন উতলা আজ, রোদ্দুর আলো চোখের কোণে
তুমি ছাড়া কী করে যাই মনে স্বপ্ন বোনে,
মেঘ মন আমার, আবেগে ভরপুর,
সঙ্গী হও আজ, চলো আপন করি শরতের দুপুর।

আকাশে পাখিদের ডানা মেলা দিন
কেটে গেছে অনায়াসে মনের দুর্দিন
তুমি থাকলে পাশে লাগতো ভালো আরও
এসো মনের রঙ করে নেই প্রেমের রঙে গাঢ়।

(স্যামসাং এস নাইন প্লাস, পীঁরেরগাঁও মিয়াবাড়ী চুনারুঘাট)

2 thoughts on “আকাশে আজ তুলা মেঘ

  1. তুমি থাকলে পাশে লাগতো ভালো আরও
    এসো মনের রঙ করে নেই প্রেমের রঙে গাঢ়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।