ঝরাপাতার গান

রাস্তার একপাশে মাথা নিচু করে হাঁটছিলাম
আমার সাথে হাঁটছিল একাকি ষোড়শী চাঁদ
হাঁটছিল আদমসুরত, সপ্তর্ষিমণ্ডল ওরাও..!

কেউ কোনো কত্থা বলছিলাম না.. না আমি
আর না ওরা; প্রহরের পর প্রহর শুকোয়
আচানক কথা বলে উঠে একটি গাছের গোড়া!

ইদানিং পাতাঝরার মতোন মানুষও ঝরে যায়
আকস্মিক উল্কাপাতের মতোন….
একবার মাটিতে গড়ালে আর কিছুই নাই!
তবু্ও প্রতিদিন হালনাগাদ করি জীবনের খাতা
কেবল ভুলে যাই জীবন মানে শুধুই ঝরাপাতা!

2 thoughts on “ঝরাপাতার গান

  1. তবু্ও প্রতিদিন হালনাগাদ করি জীবনের খাতা
    কেবল ভুলে যাই জীবন মানে শুধুই ঝরাপাতা! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।