অল্পতেই অতুষ্টি মনে, অল্প স্বার্থ দেখলেই দূরে চলে যাও
তোমার কারণ শান্তি আমার উধাও
তোমার মনের পথ কাঁটায় ঘেরা
তুমি আকাশের মত মন করে নাও।
তুমি আকাশ দেখো একদিন, এমনই চাই
তোমার কারণ মন এলোমেলো, এক বিন্দু শান্তি নাই
তোমার মনের পথ এবড়ো থেবড়ো,
হাঁটতে গেলেই হোচট খাই।
তুমি আকাশের মেঘ দেখে একদিন মুগ্ধ হও
আমায় ব্যথা দিয়ে কী করে এত শান্ত রও
তোমার মনের বাড়ী পাথরে পূর্ণ
এমন তুমি কখনো যে আমার নও।
তুমি আকাশে তাকিয়ে দেখো একদিন পাখির ওড়াউড়ি
তোমার ঠোঁটের বুলি আগুন, নিত্যই নিরবে পুড়ি
তোমার মন যেন আগ্নেয়গিরি
ভালোবেসেও মন করতে পারিনি চুরি।
তুমি একদিন রঙিন ঘুড়ি উড়াও
কেন অযথাই বিষাদে পুড়াও
তোমার মনের অলিগলিতে ঝোপঝাড়
একদিন একবেলা না হয় ভালোবেসে মন আমার সুখে জুড়াও।
তুমি মেঘের হল্লা দেখে, মুগ্ধ হও, হও সুখী
তোমার সাথে কথা বলতে হরপল নিতে হয় ঝুঁকি
তোমার মনের পথ পরিচ্ছন্ন করো, শান্ত হও
মনে কত প্রেম একদিন আমার মনে দিয়ে যাও উঁকি।
(স্যামসাং এস নাইন প্লাস, চুনারুঘাট)
তোমার মনের পথ পরিচ্ছন্ন করো, শান্ত হও
মনে কত প্রেম একদিন আমার মনে দিয়ে যাও উঁকি।