সুখ পাখি রে চেনা দায়
ঘর কোণায় থাকিস রে তুই!
ডাকলে কাছে না পাই-
সুখ পাখি রে চেনা দায়!
দুঃখের দুঃখী আমি শুধু
বলে গেলো না কেউ-
আমার ঘরে আয়।
উড়াল দিল ইচ্ছা ডানায়
অশ্রু জলে কেমন করে সহ্য
আমি অধম অসহায়-
তোক ছাড়া নাই উপায়
কোন চোখে দেখবো আবার
আপনে আপন জগত সংসার
এই হলো সুখ পাখির সুখ আঁধার।
দুঃখের দুঃখী আমি শুধু
বলে গেলো না কেউ-
আমার ঘরে আয়।
১৪ চৈত্র ১৪২৯, ২৮ মার্চ ২৩
দুঃখের দুঃখী আমি শুধু
বলে গেলো না কেউ-
আমার ঘরে আয়।
জি কবি মুরুব্বী দা
অনেক লাল ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
দারুণ অনুভূতির বহিঃপ্রকাশ ভীষণ সুন্দর লিখেছেন
জি কবি মহী দা
অনেক লাল ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–