সুখ আঁধার

ttyui

সুখ পাখি রে চেনা দায়
ঘর কোণায় থাকিস রে তুই!
ডাকলে কাছে না পাই-
সুখ পাখি রে চেনা দায়!
দুঃখের দুঃখী আমি ‍শুধু
বলে গেলো না কেউ-
আমার ঘরে আয়।

উড়াল দিল ইচ্ছা ডানায়
অশ্রু জলে কেমন করে সহ্য
আমি অধম অসহায়-
তোক ছাড়া নাই উপায়
কোন চোখে দেখবো আবার
আপনে আপন জগত সংসার
এই হলো সুখ পাখির সুখ আঁধার।

দুঃখের দুঃখী আমি ‍শুধু
বলে গেলো না কেউ-
আমার ঘরে আয়।

১৪ চৈত্র ১৪২৯, ২৮ মার্চ ২৩

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “সুখ আঁধার

  1. দুঃখের দুঃখী আমি ‍শুধু
    বলে গেলো না কেউ-
    আমার ঘরে আয়।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা
      অনেক লাল ফুলের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—–

  2. দারুণ অনুভূতির বহিঃপ্রকাশ ভীষণ সুন্দর লিখেছেন

    1. জি কবি মহী দা
      অনেক লাল ফুলের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।