শব্দনীড়ের ব্যয় নির্বাহে স্পন্সর হয়ে আপনিও পাশে আসুন

সৌহার্দ্য সম্প্রীতিতে মুখরিত থাক শব্দনীড়। থাকুক সর্বজনীনতা; থাক মুক্ত বাক্ স্বাধীনতার অনন্য একটি মঞ্চ যেখানে অনালোকিত নক্ষত্ররা হাতে হাতে রেখে তৈরী করবে ছায়াপথ … এই আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে শব্দনীড়ের পথচলা।

শব্দনীড় আপনার পছন্দের ব্লগ নয় কেনো !! ব্লগকে সময় দিতে আপনার অনিচ্ছা বা আন্তরিকতার কেন অভাবে হচ্ছে এটা জানা উচিত। ব্লগে উপস্থিত আছেন এবং নিজের ব্লগ প্রকাশ রেখে অন্যের ব্লগের প্রতি উৎসাহের অনীহা, এগিয়ে না এসে ব্লগকে বরং নিষ্প্রাণ এবং অতিথির তালিকায় নিজেকে আড়াল রেখে ব্লগের কার্যক্রমের উপর নজর রাখায় মূলত ব্লগের লাভ অথবা ক্ষতি কতটুকু হচ্ছে; গুরুত্বপূর্ণ এই বিষয়টিতে ব্লগারদের মতামত নেয়া সমিচীন মনে করে শব্দনীড়।

প্রসঙ্গত বলে রাখা ভালো শব্দনীড় কোন দাতব্য প্রতিষ্ঠান নয়। কারু একক ব্যক্তিগত অর্থে শব্দনীড়ের নির্বাহ ব্যয়ভার বহন করা হয় না। বিবিধ ধারায় উপধারা প্রসঙ্গ থাকার পরও আলোচনা সমালোচনা সমকালীন প্রতিবেদন গল্প প্রবন্ধ অথবা সাহিত্যের অন্যান্য উপকরণ না এসে কেন একটি ব্লগ দিনের পরদিন শুধুমাত্র কবিতা নির্ভরই উঠবে জানা প্রয়োজন। খোলামেলা আলোচনা চাই।

শব্দনীড়ে কোন পেইড ব্লগার নেই। সঞ্চালকের কোন বেতন নেই।

সুতরাং একটি ব্লগ বোরিং হয়ে গেলে তাকে চালু রাখার কোন প্রয়োজন আছে মনে করার যুক্তিযুক্ত কারণ নেই। প্রাসঙ্গিক কারণে প্রশ্ন গুলোর উত্তরের পাশাপাশি আমাদের মূলত কি করণীয় তা জানা এবং ব্যবস্থা গ্রহণ করাও আশু প্রয়োজন। কেননা নতুন করে ব্লগ চালু হওয়ার পর চলতি শব্দনীড় এর সার্ভার সোর্স এবং আর্থিক প্রয়োজন কতটুকু এটা বুঝতে চাওয়ার জন্য অনতিপূর্বে সময় চাওয়া হয়েছিলো। সূত্র এখানে। বিজ্ঞাপন হীন একটি ব্লগ ঐচ্ছিক সুধীজনের অপর্যাপ্ত স্পনসরে আদৌ চালানো সম্ভব কিনা সেটাও পরিমাপ করার সময় চলে এসেছে।

আর্থিক অনুদান বললে “নিয়মিত ভিক্ষা বা মানসিক অত্যাচার” মনে করেন কেউ কেউ। ইতিমধ্যে অনেকে এই অস্বস্তির কারণ দেখিয়ে শব্দনীড়কে ভালোবেসে এড়িয়ে চলার পথ বেছে নিয়েছেন। শব্দটিতে তাই নতুনত্ব আনা হয়েছে। আমরা চাই স্পনসর। আমরা বুঝতে চাই কে এবং কয়জন শব্দনীড়কে নিজের ব্লগ মনে করবেন। কেননা শব্দনীড়কে দূর্যোগহীন বাঁচিয়ে রাখতে আপনাদের সঙ্গ এবং স্পনসরশিপ দুটোই প্রয়োজন। প্রয়োজন সহযোগিতা এবং নির্মোহ ভালোবাসা।

আপনার স্পনসর ছোট হলেও ক্ষতি নেই। শব্দনীড় এর হিসাব খাতে স্বনাম প্রকাশ অথবা নাম প্রকাশে অনিচ্ছুক হিসেবেও আপনি থাকতে পারেন শব্দনীড়ের পাশে। আপনি হবেন শব্দনীড় অংশ এবং অঙ্গ। স্পনসরদের নিয়ে শব্দনীড় পরিচালনা কমিটি তৈরী করা হবে। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক থাকবে অটুট।

অনুগ্রহ করে আপনার ব্যক্তিগত প্রস্তাবনা এবং মতামত রাখুন।

* আমরা কি ব্লগকে সরব রাখতে পারি কি না ?
* শব্দনীড়ে ব্লগিং করতে আপনার কোন সমস্যা হচ্ছে কিনা ?
* শব্দনীড় পরিচালনা কমিটিতে নিজেকে সম্পৃক্ত রাখতে চান কিনা ?

আমরা চাই একক নয়; দশ হাতে একশো জনের ঘরে শব্দনীড়কে পৌঁছে দিতে। শব্দনীড় থাক সর্বজনীন বাক্ স্বাধীনতায় সকলের পাশে। শুভ ব্লগিং। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

25 thoughts on “শব্দনীড়ের ব্যয় নির্বাহে স্পন্সর হয়ে আপনিও পাশে আসুন

  1. শব্দনীড় ব্লগে সময় আনুযায়ী উপস্থিতির যে ক্রমচিত্র মোটেও তা সুখকর নয়।

    1. সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ পোস্টের জন্য ধন্যবাদ মুরুব্বী স্যার !

      শব্দনীড়ে সব সময় দেখি মাত্র কয়েকজন নিবন্ধিত সদস্য কিন্তু অনেকজন অতিথি উপস্থিত থাকেন। অতিথিদেরকে সাথে পেলে অবশ্যই শব্দনীড় আরও অনেক বেশী জমে উঠতো। ব্লগিং হতো আরও বেশী মজার ও আনন্দের।

      আসুন পুনরায় শব্দনীড়কে গড়ে তুলি বাংলা সাহিত্যের এক জমজমাট সাহিত্য চর্চা কেন্দ্র রুপে।

      আমি আছি শব্দনীড়ের সাথে সবসময়।
      আপনি সাহিত্য প্রেমী। শব্দনীড় আমাদের। আসুন আমরা সবাই শব্দনীড়ের সাথে থাকি। শব্দনীড়কে নিয়ে সুন্দর বাঁচি এবং বাঁচিয়ে রাখি শব্দনীড়কে।

    2. শব্দনীড় এর সাথে আছেন জেনে যারপরনাই আনন্দিত হলাম। ধন্যবাদ।
      শব্দনীড় কার্য নির্বাহ কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আপনি থাকছেন। :)

  2. অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট। নানা কারণে এই শব্দনীড় ব্লগটিকে আমি ভুলতে পারি না। মূলত আমার লেখালেখির প্রকাশ এই ব্লগের মাধ্যমে। তাই ব্লগটিকে বড়ই আপন মনে হয়। যদিও ব্লগের কল্যাণে তেমন কোন উপকারে আসতে পারি নি।

    * এই ব্লগকে আমরা অবশ্যই সরব রাখতে পারি, প্রয়োজন একটু সদিচ্ছা।
    * শব্দনীড়ে ব্লগিং করতে আজ পর্যন্ত আমার কোন সমস্যা হয়নি।
    * শব্দনীড় পরিচালনা কমিটিতে নিজেকে সম্পৃক্ত রাখতে অবশ্যই মন চায়।

    এবার আল্লাহ্ চাহে তো স্পনসর হবো। সেটা ক্ষুদ্রই হোক আর বৃহৎই হোক।

    1. শব্দনীড় এর সাথে আছেন জেনে যারপরনাই আনন্দিত হলাম। ধন্যবাদ।
      শব্দনীড় কার্য নির্বাহ কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আপনি থাকছেন। :)

    2. শব্দনীড়ের কার্যনির্বাহী কমিটিতে থাকায় আপনাকে অভিনন্দন প্রিয় মোকসেদুল ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    3. ধন্যবাদ মোকসেদুল ইসলাম ভাই শব্দনীড়ের সাথে থাকবার জন্য ! শব্দনীড়ের কার্য নির্বাহ কমিটির নতুন সদস্যকে অভিনন্দন !!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. আমার মাঝে মাঝে মন চায় আমাদের ব্লগারদের ধইরা ধইরা জিগাই, আপনেরা এখানে কি করতে আসেন?

    আইসা একখান কবিতা লিইখা বইসা থাকার জন্য? তাও যদি কবিতা হইত কথা ছিল। কবিতার নামে অখাদ্য ঘন্টায় ঘন্টায় না পোস্টাইয়া মাঝে মাঝে তো অন্যদের পোস্টে তো যাইতে পারেন।

    মন্তব্যের কথা পরে, ব্লগাররা তো অন্যদের পোস্টেই ঢুকে না। এই ধরনের অলস প্রজাতির ব্লগারদের কাছে বগর বগর কইরা কি হইব?

    1. সারাদিন ভাল কবিতাই পড়া যায় না, সেখানে কবিতার নামে যদি অত্যাচার চলে তবে কেমনে কি! যারা ভাল কবিতা লিখেন, তাদের ব্যাপারে আমার কোন অভিযোগ নাই। যারা কবি, তারা তো কবিতাই লিখবে। কিন্তু যে কবি না, কবিতার আগা মাথা বুঝে না, তার কেন কবিতা লিখতে হয় সেইটাই আমার মোটা মণ্ডুতে ঢুকে না।

    2. দীর্ঘ বিরতির পর শব্দনীড়ে আপনাকে ফিরে পেয়ে পুলকিত বোধ করছি ! আশা করি এখন থেকে নিয়মিত আপনার সঙ্গ পাবো ! শুভকামনা আপনার জন্য !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    3. আপনার মতামতের জন্য ধন্যবাদ মি. আনু আনোয়ার। দুঃখজনক যে যাদের জন্য এই মতামত তাঁরা এই পোস্টটি এমনিতেই দেখবেন না। পাশ কাটাবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  4. আমার মতে এখন থেকে মনে হয় একটা নিয়ম চালু করার দরকার আছে,

    ১। কোন নতুন ব্লগার ( যিনি সদ্য নিবন্ধন নিয়েছেন) অন্যের পোস্টে গিয়া মন্তব্য না করলে, তাঁর লিখা প্রথম পাতায় যাওয়া উচিত না।

    ২। কোন নতুন ব্লগারের প্রথম পোস্ট যদি কবিতা হয় এবং সেটা যদি যথেষ্ট মান সম্পন্ন এবং ম্যাচিউরড না হয় তবে তার পোস্ট প্রথম পাতায় আসা উচিত না।

    আশাকরি সঞ্চালক মণ্ডলী এই বিধান চালু করা যায় কিনা, সেইটা ভাইবা নিবেন।

    1. গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিবেচনার জন্য প্রস্তাবটি তালিকাযুক্ত করা যেতে পারে।

  5. শব্দনীড়-ব্লগের জন্য সবসময় শুভকামনা ও দোয়া রইলো।
    আর সর্বদা মসৃণ হোক এর দীর্ঘযাত্রা।

    1. শব্দনীড় এর প্রতি শুভকামনার জন্য ধন্যবাদ মি. সাইয়িদ রফিকুল হক।
      পোস্টে অপরাপর আরও তিনটি বিষয় ছিলো সে ব্যাপারে মন্তব্য আশা করি।

  6. প্রিয় মুরুব্বীর ফেসবুকের ছবিগুলো, সদা কর্ম নিষ্ঠা,পাঠাভ্যাস, দেশ ভালবাসা ,মন্তব্য ও প্রবাস জীবন ভেবে মুগ্ধ হয়।
    শব্দনীড় প্রসারিত হক।

    1. শব্দনীড় এর প্রতি শুভকামনার জন্য ধন্যবাদ মি. খালিদ মোশারফ।
      পোস্টে অপরাপর আরও তিনটি বিষয় ছিলো সে ব্যাপারে মন্তব্য আশা করি।

  7. শব্দনীড়ের ভালবাসা নিয়ে যথেষ্ট আলোচনা হল। যারা এই পোস্টে এসেছেন, যারা মন্তব্য করেছেন, যারা আসেননি — শব্দনীড় তাঁদের সকলের। শব্দনীড় নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

    শব্দনীড় নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করার মত লোক পাওয়া গেছে বলে আমি মনে করি। যারা আছেন তাঁদের নিয়ে একটা কমিটি গঠন করা যেতে পারে।

    সম্মানিত মুরুব্বী স্যার কে অনেক ধন্যবাদ এরকম একটা কমিটি তৈরি করার প্লাটফর্ম সবার সামনে নিয়ে আসার জন্য। আশা করি এই পোস্ট এখন নামিয়ে রাখা যেতে পারে।

    1. তবে যে পরিমান সাড়া দেখা যাচ্ছে তাতে পরিপূর্ণ কার্যনির্বাহী কমিটি করা যাবে বলে মনে হয় না। সেক্ষেত্রে একটা এডহক কমিটি ( কোন একটা যুৎসি নাম দিয়ে) করা যেতে পারে, যারা শব্দনীড়কে দেখভাল করবেন। আর্থিক এবং অনার্থিক দুভাবেই।

    2. পোস্ট নামিয়ে নেয়ার সময় হয়েছে। শব্দনীড় নির্বাহের জন্য একটি পরিপূর্ণ কার্যনির্বাহ কমিটি তৈরী হবে এমনটা আশাবাদ ছিলো। সম্ভব হবে বিশ্বাস ছিলো।

      কিন্তু ফলাফল যা হবার তাই হলো। অতি আত্মবিশ্বাসী ছিলাম জন্যই হয়তো বরাবরই আমার সাথে এমনটা হয়। লালসা ক্ষমতার অধিগ্রহণ আমার ধাতে নেই।

      এই শব্দনীড় সবার। সকলের সমান অধিকার। আয়ুস্কাল যতক্ষণ আছে … চলুক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।