আমার জীবনে লেখা প্রথম গান,

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
তোর হৃদয়ে পেলাম খুজে, ভালবাসার খনি(২)
প্রথম দেখায় তোরে আমি, ভালবেসেছি
তোর চোখেরি চাহনিতে মন দিয়েছি(১)

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
সবার থেকে তোরে আমি, আপন বলে জানি(২)

তোর মুখেরি হাসির মাঝে, সুখ খুজেছি
এই হৃদয়ে তোর জন্য, জমিন রেখেছি(২)
তোরে নিয়ে স্বপ্ন দেখি, বাধি ভালবাসার ঘর
সেই ঘরেতে থাকবো দুজন, সারাজনম ভর(১)

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
সবার থেকে তোরে আমি, আপন বলে জানি(২)

এই হৃদয়ের ভালবাসা, দিলাম তোরে উজাড় করে
রাখিস তারে যতন করে, ভালবাসার গোপন ঘরে(২)
দুটি মনের স্বপ্ন যদি, একীভূত হয়
বিধাতাও জানি তারে, সত্যি করে দেয়(১)

মিষ্টিমণি ও আমার মিষ্টিমণি
সবার থেকে তোমায় আমি আপন বলে জানি।।

3 thoughts on “আমার জীবনে লেখা প্রথম গান,

  1. বাহ বেশ তো গীতিকবিতা অনেক শুভেচ্ছা রইল কবি দা

  2. গীতিকাব্যে অভিনন্দন জানালাম কবি আবু রায়হান। কখনও সুর সংযোজন করা গেলে নিশ্চয়ই শব্দনীড়ে শেয়ার করবেন। খুশি হবো। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।