বিজয় দেখিনি বটে
ছোট্টবেলা শুনেছি
দাদুর মুখে,
পড়েছি বইয়ের পাতায়
একেছি মনের আল্পনায়
বিজয় গাথা পুথির মালা।
লাখো মায়ের নাড়ীছেড়াধন
বিজয়ের জন্য দিল প্রাণ
তবুও পিছু হটেনি
বাংলা মায়ের সন্তান,
নির্ভীক যোদ্ধার মত
ছিনিয়ে নিল বিজয় নিশান।।
5 thoughts on “বিজয় নিশান”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অতুলনীয় ভাবনায় নিখুঁত প্রকাশ।
মহান বিজয় দিবসে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানিয়ে আপনাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। মহান বিজয় দিবস অমর হোক।
চমৎকার বিজয় দিবসের অনেক শুভেচ্ছা রইল
সুন্দর লেখা