ধার্মিক হওয়ার আগে মানুষ হও

সঙ্গমের আহ্বান, ফুলের সৌন্দর্য, মাতৃস্নেহকে তুচ্ছ করে একদিন চলে যাবে।
পড়ে থাকবে ঘর, স্বজন নিত্য ব্যবহার্য অথবা প্রিয় জিনিস।
কেউ কাঁদবে বিষাদের করুণ সুরে
হয়তো আড়ালে কেউ হাসবে।
যদি শঠতার বাহক, বা হৃদয়হীন হও!
জমির জায়গায় জমি থাকবে মালিকানা পরিবর্তন হবে শুধু।
অর্থ অথবা সম্পদ একদিন সব তুচ্ছ হবে।
স্বজন হারানোর বেদনা ভুলে যাবে স্বজন।
সুউচ্চ মিনার বা স্মৃতির ফলকে থাকবে না নাম।
যদি হৃদয়াঙ্গম হতে পারো
থেকে যাবো মানুষের হৃদয়ে।
ধার্মিক হওয়ার আগে মানুষ হও।
প্রেমিক হওয়ার আগে একজন পুরুষ হও।
প্রেম ও মনুষ্যত্বের মহিমায় ত্যাগীর নাম
আলিমুল গায়েব লিখে রাখে সোনার অক্ষরে!

এইচ আই হামজা সম্পর্কে

আমি একজন ছাত্র। সমাজ পরিবর্তনের দায়িত্ব থেকে সমাজ বদলের স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। কলাবাগান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বর্তমানে পালন করছি। পাশাপাশি লেখালেখির মধ্য দিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টায় ব্রত আছি।

6 thoughts on “ধার্মিক হওয়ার আগে মানুষ হও

  1. ধর্মের চেয়ে মানুষ বা মনুষ্যত্ব আগে। সুতরাং 

    ধার্মিক হওয়ার আগে মানুষ হও

    ___ কথাটিকে বলা যেতেই পারে। 

    মানবতা বা মনুষ্যত্ববোধ না থাকলে মানুষ কখনই মানুষ নয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভালোবাসা নিবেন ভাই আমার।

      আমাদের মানুষ হওয়া এখন বড়ই দরকার।

  2. ধর্ম থাকুক! মানবতাও বেঁচে থাকুক সকল মানুষের অন্তরে। বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।

  3. জ্বি প্রিয় কবি 
    বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল
    ভাল ও সুস্থ থাকবেন——————

মন্তব্য প্রধান বন্ধ আছে।