পুনরুজ্জীবন

গনগনে রোদের দুপুর। হাওয়া নেই। আজিজ মাস্টার নৌকা বানাচ্ছেন। গরমে তালু ফাটার জোগাড়, গা পুড়ে আবলুস কাঠ– কুচকুচে কালো। তবু বিরাম নেই।

মাস্টার পাগল হয়ে গেছেন। বদ্ধ পাগল। লোকে এমনই ভাবেন। হাসাহাসি করেন। ক্ষ্যাপান। তিনি নির্বিকার। নৌকা বানিয়ে চলেন।

পৃথিবী পঁচে গেছে। অসহ্য বদ গন্ধ। মাস্টারের দম নিতে কষ্ট হয়। নাড়িভুঁড়ি উগরে বমি আসে। গজব ধেয়ে আসছে।

নূহ নবী নেই, আসন্ন মহাপ্লাবনে আজিজ মাস্টারই সবাইকে নিয়ে ভেসে পরবেন দরিয়ায়– এক অমল পুনরুজ্জীবনের আশায়।

26 thoughts on “পুনরুজ্জীবন

  1. নূহ নবী নেই, আসন্ন মহাপ্লাবনে আজিজ মাস্টারই সবাইকে নিয়ে ভেসে পরবেন দরিয়ায়– এক অমল পুনরুজ্জীবনের আশায়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. হ। সেইটাই তো বললাম ফকির আবদুল মালেক ভাই। :)

  2. সীই আজিজ মাষ্টার কোথায়? তাকে এখন ভীষণ দরকার তারাতারি একটু দেখা করতে বলেন ভাই।

    1. মরে নাই। বাঁইচা আছে। কন্টাক্ট নাম্বার দেন খালিদ ভাই। :)

  3. সবার মতো বলতো পারলাম না ভালো লাগলো। আমি বললাম অসাধারণhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. আপনার লেখা "পুনরুজ্জীবন" কবিতাটি পড়লাম। ভালো লাগলো শ্রদ্ধেয় কবি দাদা।

    1. কবিতা নয় দাদা ভাই। অণুগল্প। ধন্যবাদ নিতাই বাবু। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।