আমি মানুষ, তাই ভুল করি …
জীবন চলার মুদ্রাতে ভুল করি,
ভুল করি ভালবাসাতে,
ভুল হয় সংসার যাপন,
ভুল হয় কল্পনার ছবি আঁকায়,
আমি জানি উড়াল ঘোড়ার পিঠে
কোন রাজপুত্র স্বপ্নতে চাই, তাও ভুল করা।
আমার মনের জীর্ণ ঘরে মাথা তুলে
দাঁড়াবার জন্য ভুল করেও কেউ বসে থাকে না,
তাই ভুলে যেতে যেতে যেতে
ভুল করে আবার পিছু ফিরে তাকাই…
কারো ভুল দেখার অপেক্ষা…
তারপর,
ভুল কষ্ট নীল হতে হতে চোখের কোনে নীল রেখার অবক্ষয় জমে যায় খু্ব।
**********
কুবিতা
ভুলের পাণ্ডুলিপি পড়ে মনে হলো … আসলেই তাই। জীবন এক ভুলের পাণ্ডুলিপি। সব ছাপিয়ে ভালো থাকুন … শুদ্ধ থাকুন প্রিয় কবিবন্ধু খেয়ালী মন। শুভেচ্ছা অনেক।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় আপনিও ভালো থাকুন
ভুল হোক আর যাই হোক মন দা, আপনার লেখা পড়লে (কুবিতা) মন এমনিতেই ভাল হয়ে যায়। কেমন আছেন?
আছি দিদিভাই চলে যাচ্ছে।
এমনিতেই মন সব সময় ভালো থাকুক সেই কামনা করি।
তারপর,
ভুল কষ্ট নীল হতে হতে চোখের কোনে নীল রেখার অবক্ষয় জমে যায় খু্ব।
** সুন্দর…
অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকবেন।
চমৎকার লিখেছেন। অনেক ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।
চমৎকার লিখেছেন কবি। ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।
আমরা সবাই (!) ভুলে যেতে যেতে যেতে
ভুল করে আবার পিছু ফিরে তাকাই…
কারো ভুল দেখার অপেক্ষায় …
ধ্রুব সত্য বলেছেন কবি খেয়ালী মন ভাই। শুভেচ্ছা থাকলো আপনার জন্য।
ভুল কষ্ট নীল হতে হতে চোখের কোনে নীল রেখার অবক্ষয় জমে যায় খু্ব। কুবিতা নয় কবিতাই মনে হলো কবি ভাই।
কবিতাটি ভালো হয়েছে খেয়ালী মন ভাই। ভালোবাসায় থাকুন প্রিয়।
কুবিতা বা কবিতা সত্যই সুন্দর লিখেছেন কবি ভাই।