যাদুকর

যাদুকর, তোমার ঝোলা খুলো। বাইর করো কুলা। একমুঠ চাইল থেকা বানাও ধামা ভরা মুড়ি। মুড়ি থেকা গোলা ভরা ধান। এই জনপদ অভাবে বিরাণ। ক্ষিধায় জবুথবু কৈ মাছের পরাণ।

এইখানে ভিটামাটি পুকুর আর সব সুখসুখ পাপ- বেশুমার পোড়াইছে সূর্যের তাপ। ফসলের মাঠে ঘুরেফিরে জাত গোখরার সাঁপ, সারাক্ষণ ফোঁসফোঁস বিষের বিলাপ। এইখানে ছাওয়ালের প্যাটে পাথর বান্দে বেদিশা মা-বাপ। কোন দ্যাশে কাজ আছে শোনায় আদম দালাল, দরিয়ায় ভেসে পড়ে ঘরের আলাল। যাদুকর, ঝোলা খুলো। বাইর করো মোহন বাঁশি, বাজাও যাদুর আলাপ। রক্তে জাগাও নেশা, ঘুম ভাঙ্গি সবে আগুনে দেক ঝাপ।

যাদুকর, ঝোলা খুলো। বাইর করো যাদুর খাতা। রঙিন ছবিতে ভরা যার প্রতিটা পাতা। ধরি সবুজ ক্ষেতের আল, সকালে ইশকুলে যায় ছবির ছাওয়াল পাওয়াল। ছবির খাতায় সফেদ ভাতের লগে মাছের সালুন, টকটকা লাল যেন গতরের খুন। তন্ত্র মন্ত্র পড়ি একবার দাও ফুঁক, মানুষের মতন ফুলি উঠুক ঊনমানুষের বুক।

যাদুকর, কোথাও যেওনা তুমি দারুণ দহনকালে, এ নগর পোড়াও তুমি দ্রোহের যাদুজালে। জেগে উঠে বুঝুক সবে নিজের বুকের ভিতর, অসীম ক্ষমতা তার-সেই যাদুকর।

5 thoughts on “যাদুকর

  1. এ তো জীবন পদ্য, চমৎকৃত হলাম ভাই,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    ===যাদুকর, কোথাও যেওনা তুমি দারুণ দহনকালে, এ নগর পোড়াও তুমি দ্রোহের যাদুজালে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. আপনাকে সেলুট প্রিয় সাইদ ভাই!

    এমন লেখা আরও চাই। শেখার আছে এখানে লেখার কৌশল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।