অণুগল্প : প্রোটিন

বুড়ো তেলেপোকা বলছে শিশু তেলেপোকাকে “বুঝলি সোনা, তেলেপোকারাই ছিল পৃথিবীর বৃহত্তম জীব। সেটা অনেক অনেক দিন আগের কথা। আমাদের পূর্বপুরুষরা তখন আস্ত ডায়নোসর ধরে ধরে খেত। আমার এক বড় দাদা’তো এক বসায় তিনটা ডায়নোসর খেতে পারতেন। তারা ডায়নোসর খেয়ে খেয়ে শেষ করে ফেলল আর প্রোটিনের অভাবে আমরা দিনে দিনে ছোট থেকে আরো ছোট হয়ে গেলাম।” শিশু তেলেপোকা বলল, “আমরা কি আরো ছোট হব?” বিষণ্ন চোখে দাদু কোন জবাব না দিয়ে লাইব্রেরীতে ধূলোপরা ইতিহাস বইটার পাতা খেতে শুরু করলেন।

4 thoughts on “অণুগল্প : প্রোটিন

মন্তব্য প্রধান বন্ধ আছে।