হ্যালো শুনছ

হ্যালো শুনতে পাচ্ছ
হ্যাঁ আমি তোমাকেই বলছি!
জানো, আমি জন্ম নিয়েছিলাম
মাটির গভীরে, সমাধির নীচে
অবহেলায় বেড়ে ওঠা এক আগাছা।

হ্যালো এই শোনো,
আমি তোমাকেই বলছি!
তুমি যদি না থাকতে
অন্ধকারের জঠর থেকে
আমার আর বেরোনোই হতো না,
কোন এক বসন্ত-নদীতে
ভাসমান শব হয়ে বয়ে যেতাম।

হ্যালো, আমি তোমার সাথেই
শুধু কথা বলছি!
জানো, তোমার ভালবাসায়
এখন আমার আয়ু বাড়ে ঘন্টায়;
কিন্তু দেখো, একদিন নিজের
স্বপ্নগুলোকে দুহাতে খুন করে
কত রক্ত মেখেছি আমি!

হ্যালো! শুনছো, আর একবার শোনো তুমি!
জানো, আজ আমি শুধু তোমাকেই চিনি
এখন আমার সবকিছুই ভালো লাগে –
ঝিরিঝিরি বৃষ্টির গান,ফুলেদের খিলখিল হাসি,
আর ভালো লাগে আমার চোখের আলোয়
তোমার ছায়া।
জান, আমি
ভালবেসেছি শুধুই তোমাকে,
ভালবাসবো শুধুমাত্র তোমাকেই।
হ্যালো! এই শুনছো আমি তোমাকেই বলছি…..!
হ্যালো!…

9 thoughts on “হ্যালো শুনছ

  1. একদম সহজ ভাষায় প্রাঞ্জল একটি কবিতা। আবেগ আর আকুতি মেশানো। অভিনন্দন বন্ধু রিয়া। শব্দনীড় এ আপনার উপস্থিতি অভাবনীয় সক্রিয়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. প্রাঞ্জল ভাষায় কী দারুণ লিখেছেন! বিষয়বস্তুর গভীরতা এবং ছন্দের চমৎকারিত্বে ভীষণ মুগ্ধ।

    শব্দনীড়ে একটা পাখি  মিষ্টি সুরে গান গেয়ে গেলো যেন।

    1. বাব্বাহ্। আপনি দেখি দারুণ কথা জানেন!! খুশি হলাম দাদা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কোন এক বসন্ত-নদীতে
    ভাসমান শব হয়ে বয়ে যেতাম।

    * প্রিয় কবি দি, অসাধারণ ভাব ও ভাষার সম্মিলন…

    ভালো থাকুন নিরন্তর।

  4. তোমাকেই,,,,এর মধ্যে,,,,,,,,,লুকিয়ে আছে সব

    এই না হলে কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. "জান, আমি
    ভালবেসেছি শুধুই তোমাকে,
    ভালবাসবো শুধুমাত্র তোমাকেই।
    হ্যালো! এই শুনছো আমি তোমাকেই বলছি…..!
    হ্যালো!…"

    অনেক সৌভাগ্যবান সেই ব্যাক্তি!!!

    বেশ ভালো লিখেছেনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

     

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।