জানি সবাই আসবে সময়
যেতেই হবে চলে
যেথায় থাকো ব্যস্ত কাজে
আকাশ পাহাড় জলে
ডাক পরলে সাড়া দিবে
ব্যত্যয় কোন নাই
চলবে না তো টালবাহানা
কিংবা ধানাইপানাই
কাজের দোহাই চলবে না তো
চলবে না আবদার
হাজির তোমায় হতেই হবে
কেউ পাবে না ছাড়
একটা ক্ষণের ভিক্ষা মেগে
কেউ পাবে না ক্ষণ
যেতেই হবে পিছন ফেলে
সঞ্চিত সব ধন
ধন সম্পদ জমায় মানুষ
জমিয়ে তারা রাখে
কি লাভ হবে টাকা পয়সায়
মৃত্যু যখন ডাকে
ডাক পরলে কোনটা নেবে
কেউ কি সেটা ভাবে
জানো নাকি কি সম্পদ
সংগে তোমার যাবে
ধন সম্পদ দালানকোঠা
মিথ্যে হবে সব
যাবার বেলা নাখোশ যদি
হন তোমার রব
পুণ্য যদি কামিয়ে থাকো
হয়ে থাকো সৎ
মৃত্যু পাড়ে সৎ কর্মই
দেখিয়ে দেবে পথ
প্রভুর পথে থাকো রে মন
ডাকো প্রভুর নাম
প্রভু যদি খুশি তবে
হবে রে আঞ্জাম…
‘পুণ্য যদি কামিয়ে থাকো
হয়ে থাকো সৎ
মৃত্যু পাড়ে সৎ কর্মই
দেখিয়ে দেবে পথ।’
___ সর্বৈব সত্য।